২০ জানুয়ারি ওটিটিতে আসছে ওয়েব সিরিজ ইন্দু সিজ্ন ২।প্রকাশ্যে এল ঈশা সাহা অভিনীত নতুন সিজনের ট্রেলার। ইন্দু -র নতুন সিজ্ন পরিচালনা করছেন অভিমুন্য মুখোপাধ্যায়। ঈশা ছাড়াও এই সিজনে রয়েছেন সুহত্র মুখোপাধ্যায়, মানসী সিনহা,মানালি দে, মিমি দত্ত।

প্রসঙ্গত,২০২১এর অক্টবরে ওটিটিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ইন্দু সিজন ১। প্রথম সিজনে শেষ হয়নি ইন্দুর গল্প। সেই আসমাপ্ত গল্প নিয়েই ওটিটিতে ফিরছে এবার ইন্দু। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ইন্দু তার বিরুদ্ধে এক গভীর চক্রন্তের গন্ধ পায়। সে বুঝতে পারে তাকে কেউ খুন করতে চায়। কিন্তু সেই ঘটনার সমাধান হওয়ার আগেই শেষ হয়ে যায় ইন্দুর প্ৰথম সিজন। অবশেষে প্রায় দেড় বছর পর সেই গল্পের সমাপ্ত হবে সিজন ২এ। প্ৰথম সিজনটি পরিচালনা করেছিলেন সায়ন্তন ঘোষাল। এবার তাঁর বদলে সিজনটি পরিচালনা করবেন অভিমুন্য মুখোপাধ্যায়। সিরিজটির স্রষ্টা সাহানা দত্ত। সোশ্যাল মিডিয়ায় এখবর পাওয়া মাত্র নেটিজেনরা অধীর আগ্রহে রয়েছেন ২০জানুয়ারি ‘ইন্দু ২’-এর মুক্তির অপেক্ষায়।
তিতাস